পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
পশ্চিমের পাহাড়ি লাল মাটির কৃষি
(১) নিচের প্রশ্নগুলির শূন্যস্থান পূরণ করো:
প্রশ্ন: আজকাল___চাষ কিছুটা বেড়েছে
উত্তর: ধান
প্রশ্ন:___ ____ ____ ইত্যাদি চাষে জল কম লাগে।
উত্তর: বিউলি, মটর, সিম
(২) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও:
প্রশ্ন: কাঁকুরে মাটির রং কি?
উত্তর: লাল
প্রশ্ন: কোন ঋতুতে উচ্চ ফলনশীল চাষ বেশি হয়?
উত্তর: বর্ষাকালে
প্রশ্ন: দক্ষিণবঙ্গের পশ্চিম সীমানা বরাবর কাঁঠালে মাটিতে কি কি ফল ভালো চাষ হয়?
উত্তর: আম, বেল, আতা, লেবু ইত্যাদি ফল ভালো হয়।
Post a Comment
0 Comments