পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
লুপ্তপ্রায় মাছ
(১) নিচের প্রশ্নগুলির শূন্যস্থান পূরণ করো:
প্রশ্ন: বাবারার ভাবল, প্রথমে সে সব মাছের একটা____করতে হবে
উত্তর: তালিকা
প্রশ্ন: সবাই বুঝলো ____ ___ ____ ____ ____এর মত মাছের কিছু প্রজাতির সংখ্যা কমে গেছে
উত্তর: বোয়াল, কই, খলসে, শোল,ন্যাদোশ
(২) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও:
প্রশ্ন: কিভাবে লুপ্তপ্রায় মাছ এদের বাঁচানো সম্ভব?
উত্তর: পঞ্চায়েত প্রধানকে বলে নদী, পুকুর,খাল, দিনে নিষেধাজ্ঞা টাঙিয়ে দিয়ে আর বাচ্চা লুপ্তপ্রায় মাছ দিয়ে হাটে বাজারে কেনা বেচা করতে দেখলেই জরিমানা করলে লুপ্তপ্রায় মাছের বাজার সম্ভব।
প্রশ্ন: লুপ্তপ্রায় মাছ কোনগুলো?
উত্তর: শোল, কই, বোয়াল ইত্যাদি এগুলো হলো লুপ্তপ্রায় মাছ।
Post a Comment
0 Comments