পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
বেড়াতে গিয়ে বন দেখা
(১) নিচের প্রশ্নগুলির শূন্যস্থান পূরণ করো:
প্রশ্ন: বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাওয়া যায়____
উত্তর: বনে
প্রশ্ন: পুরানো গাছের____বেড় দিয়ে ধরা যায় না
উত্তর: গুঁড়ি
(২) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও:
প্রশ্ন: বনের গাছ থেকে আর কোন উপায় মানুষ জীবিকা চালায়?
উত্তর: সেগুন, শাল গাছের কাঠ বিক্রি করে মানুষ সংসার চালায়।
প্রশ্ন: বনের গাছ থেকে ফল সংগ্রহ করে মানুষ কি করে?
উত্তর: বিক্রি করে সংসার চালায়
Post a Comment
0 Comments