পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
বন্যপ্রাণী সুরক্ষা
প্রশ্ন: হাতি শিকার করা হয় তার____দাঁতের জন্য
উত্তর:২টি
প্রশ্ন: মানুষ গন্ডার স্বীকার করে তার____জন্য
উত্তর: খড়্গের
প্রশ্ন:____পাখির পালক দেখতে সুন্দর
উত্তর: হুইয়া
(২) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও:
প্রশ্ন: মানুষ গন্ডার শিকার করে কেন?
উত্তর: খড়্গের জন্য
প্রশ্ন: 'বনে থাকে বাঘ' গ্রন্থ কে লিখেছেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন: বাঘের সংখ্যা কমে যাচ্ছে কেন?
উত্তর: বাঘের চামড়া পাওয়ার লোভে মানুষ বেশি বাঘ শিকার করছে
প্রশ্ন: কি জন্য মানুষ ডোডো পাখি শিকার করে?
উত্তর: মাংসের জন্য।
Post a Comment
0 Comments