পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
গাঙ্গেয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলের কৃষি
(১) নিচের প্রশ্নগুলির শূন্যস্থান পূরণ করো:
প্রশ্ন: আলু ক্ষেতের পাশে পাশে সাথী ফসল___।
উত্তর: সরষে
প্রশ্ন: দামোদরের কাছে অঞ্চলটা একেবারেই____
উত্তর: সমতল
প্রশ্ন: দুর্গাপুরে পূর্ব থেকেই____জেলার মাটি ধরনের পক্ষে খুব ভালো
উত্তর: বর্ধমান
(২) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও:
প্রশ্ন: গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের কোথায় বেশি বন্যা হয়?
উত্তর: হাওড়া পূর্বদিকে আর হুগলির পশ্চিম দিকে বেশি বন্যা হয়।
প্রশ্ন: ডি ভি সি-র পুরো কথা কি?
উত্তর: দামোদর ভ্যালি কর্পোরেশন
প্রশ্ন: ডি ভি সি কেন তৈরি করা হয়?
উত্তর: বন্যা বন্ধ করার জন্য ডি ভি সি তৈরি করা হয়। ঠিক ছিল, পাহাড় থেকে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে। পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলাধার করা হবে। সেখানে জল আটকে রাখা হবে। তাতে বন্যা হতে পারবে না। আর পরে সেই জল অল্প অল্প করে চাষের কাজে ছাড়া হবে। ফলে সারা বছর চাষ করার জল পাওয়া যাবে।
Post a Comment
0 Comments