পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
বন থেকে কি কি পাই
(১) নিচের প্রশ্নগুলির শূন্যস্থান পূরণ করো:
প্রশ্ন: শাঁকালু হল____গাছ
উত্তর: লতানে
প্রশ্ন: সিঙ্কোনা গাছের ছাল থেকে___তৈরি হয়
উত্তর: ওষুধ
প্রশ্ন: কলা____কান্ডের গাছ
উত্তর: নরম
(২) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও:
প্রশ্ন: শাঁকালু কোন ধরনের গাছ?
উত্তর: লতানো
প্রশ্ন: গাছের ছাল থেকে কি কি তৈরি হয়?
উত্তর: দড়ি, মশলা, ওষুধ প্রভৃতি তৈরি হয়।
প্রশ্ন: কোন কাজ গুলি নরম কান্ডের হয়?
উত্তর: পেঁপে, কলা
Post a Comment
0 Comments