পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
ফসল মানচিত্র
(১) নিচের প্রশ্নগুলির শূন্যস্থান পূরণ করো:
প্রশ্ন: এক দিন গুনে দেখি_____রকম জিনিসের চাষ হয়েছে।
উত্তর:বারো
প্রশ্ন:____আর____দু পাশে ও প্রচুর সবজি হয়
উত্তর: মুন্ডেশ্বরী, দামোদরের
প্রশ্ন:____খেত গুলো দেখতে খুব সুন্দর
উত্তর: সবজি
(২) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও:
প্রশ্ন: কোন গাছ সারা বছরে?
উত্তর: পেঁপে
প্রশ্ন: গঙ্গার কোন কোন দিকে সবজি চাষ হয়?
উত্তর: পূর্বদিকে ও পশ্চিম দিকের কয়েক কিলোমিটার এ খুব সবজি চাষ হয়।
Post a Comment
0 Comments