পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
তাই সে যতই কালো হোক
(১) নিচের প্রশ্নগুলির শূন্যস্থান পূরণ করো:
প্রশ্ন: কয়লার খনির মধ্যে পায়ে চলা পথ হয়____মতো
উত্তর: কাদা কাদা
প্রশ্ন: রানীগঞ্জে____পাওয়া যায়
উত্তর: কয়লা
প্রশ্ন: আসানসোল______থেকে 100 মিটার উঁচুতে অবস্থিত
উত্তর: সমুদ্রপৃষ্ঠ
(২) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও:
প্রশ্ন: মাটি থেকে কত গভীরে কয়লা পাওয়া যেতে পারে?
উত্তর:৬০০ মিটার গভীরে
প্রশ্ন: অজিতের মামা কোথায় কাজ করেন?
উত্তর: কয়লা খনিতে
প্রশ্ন: রানীগঞ্জ কোথায় অবস্থিত?
উত্তর: বর্ধমান শহর থেকে পশ্চিমে 80- 90 কিলোমিটার দূরে অবস্থিত
Post a Comment
0 Comments