পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
লুপ্তপ্রায় মাছ বাঁচাও
(১) নিচের প্রশ্নগুলির শূন্যস্থান পূরণ করো:
প্রশ্ন:___বাজারের দর অনেক
উত্তর: মৌরলারও
প্রশ্ন: জলের পরিবেশ ঠিক রাখতে গেলে সব____ ____দরকার
উত্তর: মাছেদের, বাঁচানো
প্রশ্ন: পথে____চাচার সঙ্গে দেখা
উত্তর: এহিয়া
(২) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও:
প্রশ্ন: জলের মধ্যে কোথায় কই, খলসে,ন্যাদোশ মাছরা থাকে?
উত্তর: জলের মধ্যে যেখানে গাছ থাকে
প্রশ্ন: কোন কোন মাছ রুই-কাতলা পোনা খেয়ে নেয়?
উত্তর: শোল,শাল, বোয়াল মাছ রুই-কাতলা পোনা খেয়ে নেয়।
প্রশ্ন: সব মাছ না বাঁচলে কি হবে?
উত্তর: জলের পরিবেশ নষ্ট হবে। খাদ্য শৃঙ্খলটাও ভেঙ্গে পড়বে।
Post a Comment
0 Comments