পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
আয় বৃষ্টি ঝেঁপে
(১) নিচের প্রশ্নগুলির শূন্যস্থান পূরণ করো:
প্রশ্ন:_____বাঁশ দিয়ে তৈরি করা হতো____একটা ধানঝাড়ন
উত্তর: চেরা, ফাঁকা, ফাঁকা
প্রশ্ন: দার্জিলিং এর____ ও_____জমিতে বন কেটে অনেক_____বাগান গড়ে উঠেছিল
উত্তর: উঁচু, ঢালু, চা
প্রশ্ন:_____ফলা লাগানো লাঙল টানত গোরু।
উত্তর: লোহার
(২) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও:
প্রশ্ন: গোলায় কিসের ছাউনি থাকতো?
উত্তর: খড়ের
প্রশ্ন: ধান ঝাড়া কাকে বলে?
উত্তর: চেয়ার বা বেঞ্চের উপর ধান সমেত পেটানো হত। তাতে ধান আর খড় আলাদা হয়ে যেত। এই কাজটাকে বলা হতো ধান ঝাড়া।
প্রশ্ন: ধাপ চাষ কাকে বলে?
উত্তর: পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হতো। এইভাবে চাষ করাকে বলে ধাপ চাষ।
Post a Comment
0 Comments