পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
মাছধরা
(১) নিচের প্রশ্নগুলির শূন্যস্থান পূরণ করো:
প্রশ্ন:____সঙ্গে কথা বললে মাছ ধরার আরও অনেক কিছু জানা যায়
উত্তর: বয়স্কদের
প্রশ্ন:____শেখার আগে থেকে মানুষ মাছ ধরছে
উত্তর: কৃষিকাজ
প্রশ্ন:___প্রাণী শিকার করা নিষেধ
উত্তর: লুপ্তপ্রায়
(২) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও:
প্রশ্ন: পোলো দিয়ে কিভাবে মাছ ধরে?
উত্তর: পোলো দিয়ে মাছের চারপাশ ঘিরে ফেলতে হয়। এবং হাত ঢুকিয়ে মাছ ধরতে হয়।
প্রশ্ন: ঘুনি কি?
উত্তর: মাছ ধরার একটা জিনিস। এটা বাঁশের শোলা দিয়ে তৈরি বাক্সের মতো দেখতে। এর মধ্যে বাইরে থেকে মাছ ঢুকতে পারে। বেরোতে পারে না।
প্রশ্ন: কি কি দিয়ে মাছ ধরা যায়?
উত্তর: জাল, পোলো, ছিপ দিয়ে মাছ ধরা যায়।
প্রশ্ন:ফাঁদি কি?
উত্তর: ফাঁদি হলো মাছ ধরার জালের সুতো দিয়ে তৈরি একটা খোপ।
Post a Comment
0 Comments