পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
দক্ষিণের নোনা জমি কৃষি ও মাছ চাষ
(১) নিচের প্রশ্নগুলির শূন্যস্থান পূরণ করো:
প্রশ্ন:____সব জায়গা থেকেই মানুষ____মাছ ধরতে যান
উত্তর: উপকূলের, সমুদ্রে
প্রশ্ন:___মাছ খেতে ভালো
উত্তর: ভেরিড়
(২) নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও:
প্রশ্ন: কোথায় খুব কাজু বাদাম চাষ হয়?
উত্তর: দীঘায়
প্রশ্ন: সমুদ্রের মানুষ কিসে চড়ে মাছ ধরতে যায়? কি কি মাছ ধরেন?
উত্তর: নৌকা ও ট্রলারে চোরে মাস ধরে যায়। ইলিশ, ভোলা, লোটে, নানারকম চাঁদা মাছ ধরেন।
প্রশ্ন: কোথাকার পেয়ারা বিখ্যাত?
উত্তর: বারুইপুরে
Post a Comment
0 Comments