ষষ্ঠ শ্রেণি
আমাদের পৃথিবী
আমাদের দেশ ভারত
প্রশ্ন স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে?
উত্তর: মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রাকৃতির উপরে নির্ভর করে জন্মানো গাছপালাযই হল স্বাভাবিক উদ্ভিদ।
প্রশ্ন: ভারতে কয় রকমের গাছ দেখা যায়?
উত্তর: প্রায় ৫০০০ রকমের গাছ দেখা যায়।
প্রশ্ন: ক্রান্তীয় চিরসবুজ অরণ্য এর বৈশিষ্ট্য গুলি লেখ? এবং একটি উদাহরণ দাও।
উত্তর: (১) সারাবছর গাছের সবুজ পাতা থাকে
(২) গাছের গুড়ি মোটা।
(৩) কাঠ শক্ত ও ভারী
(৪) গাছের দৈর্ঘ্য বেশি।
এবং একটি উদাহরণ হল মেহেগনি।
প্রশ্ন: ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের বৈশিষ্ট্য গুলি লেখ? এবং একটি উদাহরণ দাও।
উত্তর: (১) শুষ্ক ঋতুতে গাছের পাতা ঝরে যায়।
(২) চিরসবুজ গাছের থেকে দৈর্ঘ্যে সামান্য কম।
এবং একটি উদাহরণ হল সেগুন।
প্রশ্ন: কাঁটাঝোপ গুল্ম ও জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য গুলি লেখ এবং একটি উদাহরণ দাও।
উত্তর: অত্যাধিক বাষ্পীভবনের জন্য গাছ মাটি থেকে জল কম পায়। তখন প্রস্বেদন কমাতে পাতা গুলো খুব ছোট হয়, কখনো কখনো কাঁটায় পরিণত হয়। এবং একটি উদাহরণ হল ক্যাকটাস।
প্রশ্ন: উপকূলীয় মেনগেট বা লবণাম্বু অরণ্যের বৈশিষ্ট্য গুলি লেখ এবং একটি উদাহরণ দাও।
উত্তর: শ্বাসমূল ঠেসমূল দেখা যায়। এবং একটি উদাহরণ হল সুন্দরী গাছ।
প্রশ্ন: পার্বত্য নাতিশীতোষ্ণ অরন্যের একটি বৈশিষ্ট্য গুলি লেখ এবং একটি উদাহরণ দাও।
উত্তর:(১) পাতাগুলো সূচালো হওয়ায় বরফ জমে থাকতে পারে না।
(২) গাছগুলো দেখতে মোচার মত।
(৩) সোজাভাবে অনেক দূর পর্যন্ত উঠে যায়।
(৪) কান্ড নরম
এবং একটি উদাহরণ হল দেবদারু।
প্রশ্ন: অরণ্য আমাদের বন্ধু কেন?
উত্তর: (১) কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে ও বাতাসে অক্সিজেনের যোগান দেয়।
(২) কাজ শিল্প ও কাগজ শিল্পের কাঁচামাল সরবরাহ করে।
(৩) বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে।
(৪) বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে।
(৫) বন্যা ও খরা নিয়ন্ত্রণ করে।
(৬) মধু, মোম,গঁদ, রজন, আঠা পাওয়া যায়।
(৭) মাটি ক্ষয় কমায়।
(৮) বন্যপ্রাণীর আসবাস্থল।
প্রশ্ন: অরণ্য সংরক্ষণ উপায় গুলি আলোচনা করো।
উত্তর: অরণ্যের গুরুত্ব বুঝতে পেরে মানুষ তখন অরণ্য বাঁচানোর দিকে নজর দিয়েছে। তার জন্য যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে-
(১) নিজের এলাকার সবাই মিলে নদী, লাইব্রেরী, খেলার মাঠ, স্কুল, রাস্তাঘাট, পুকুর, ধর্মীয় স্থান সংলগ্ন স্থানে গাছ লাগিয়ে গাছের সংখ্যা বাড়িয়ে তোলার চেষ্টা করা হচ্ছে
(২) পশুচারণ নিয়ন্ত্রণ করা হচ্ছে।
(৩) চোরাচালানকারীদের বনের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।
(৪) আইন করে গাছ কাটা বন্ধ করা হচ্ছে।
প্রশ্ন: বাসক পাতা আমাদের কি কাজে লাগে?
উত্তর: আমাদের সর্দি কাশি হলে তা সারাতে সাহায্য করে?
প্রশ্ন: ত্বক, লিভার, দাঁত ও চুল ভালো রাখতে কোন উদ্ভিদ আমাদের সাহায্য করে?
উত্তর: নিম
প্রশ্ন: কুইনাইন তৈরি হয় কোন উদ্ভিদ থেকে?
উত্তর: সিঙ্কোনা
প্রশ্ন: তুলসী আমাদের কি কি কাজে লাগে?
উত্তর: হাঁপানি, সর্দি কাশি, পেটের অসুখ সারাতে সাহায্য করে।
প্রশ্ন: রেসারপিন তৈরি করতে কোন উদ্ভিদ সাহায্য করে?
উত্তর: সর্পগন্ধা
প্রশ্ন: চিরতা না উদ্ভিদ আমাদের কি কাজে লাগে?
উত্তর: লিভারে ও পেটের অসুখ সারিয়ে তুলতে সাহায্য করে।
প্রশ্ন: চামড়ার রোগ ছড়ায় কোন উদ্ভিদ?
উত্তর: কালমেঘ
টীকা লেখ:-আয়ুর্বেদ চিকিৎসা
উত্তর: ভারতে প্রাচীনকাল থেকে ভেষজ উদ্ভিদের ব্যবহার চলে আসছে। এর উপর ভিত্তি করে যে চিকিৎসা পদ্ধতি গড়ে উঠেছে তার নাম আয়ুর্বেদ চিকিৎসা।
Post a Comment
0 Comments