ষষ্ঠ শ্রেণি
আমাদের পৃথিবী
আমাদের দেশ ভারত
পার্ট
প্রশ্ন: পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে কোন কোন প্রাণী সংরক্ষণ করা হয়?
উত্তর: রয়্যাল বেঙ্গল টাইগার ও কুমির সংরক্ষণ করা হয়।
প্রশ্ন: গুজরাটের গির অরণ্যে কোন প্রাণী সংরক্ষণ করা হয়?
উত্তর: সিংহ
প্রশ্ন: কচ্ছের রানে কোন প্রাণী দেখা যায়?
উত্তর: বুনো গাধা
প্রশ্ন: পরিযায়ি পাখি কি?
উত্তর: শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে। গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়। এরা পরিযায়ী পাখি।
প্রশ্ন: সংরক্ষিত অরণ্য কাকে বলে?
উত্তর: যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়া-কলাপ নিষিদ্ধ। যেমন-কোডার্মা সংরক্ষিত অরণ্য।
প্রশ্ন: সুরক্ষিত অরণ্য কাকে বলে?
উত্তর: যেখানে অরন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকা মানুষদের মাঝে মধ্যে শিকার পশুচারণের অধিকার দেওয়া হয়।
প্রশ্ন: অভয়ারণ্য কাকে বলে?
উত্তর: যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ রাখা হয়। যেমন-জলদাপাড়া অভয়ারণ্য।
প্রশ্ন: জাতীয় উপাদান কাকে বলে?
উত্তর: যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকে নজর দেওয়া হয়। যেমন-কাজিরাঙ্গা জাতীয় উদ্যান।
প্রশ্ন: বন্যপ্রাণ সপ্তাহ কি?
উত্তর: ১৯৭২ সালে বন্যপ্রাণী সংরক্ষন আইন চালু হয়। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহটি ভারতে 'বন্যপ্রাণ সপ্তাহ' হিসেবে পালিত হয়।
Post a Comment
0 Comments